আমাদের সম্পর্কে
প্রতিষ্ঠার পর থেকে, বেতাগা অনলাইনের (Betaga Online) উদ্দেশ্য হল গ্রাহকদের উচ্চ মানের ব্রডব্যান্ড সেবা প্রদান করা। বিশ্বাসের সাথে প্রতিটি গ্রাহক এর আশা ও প্রয়োজন পূরণ করা।
বেতাগা অনলাইন বিটিআরসি অনুমোদিত একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।
আমাদের বিশেষত্ব হল হোম ইন্টারনেট, ওয়াইফাই, অপটিক্যাল ফাইবার, রাউটার, ওনু (ONU), ক্যাট ৬ এবং যাবতীয় ইন্টারনেট অ্যাক্সেসারিস সরবরাহ করা।
- আমরা যে সব সুপরিচিত ব্রান্ডের সঙ্গে কাজ করে থাকি তারা হল:
- টিপি লিংক , ডি লিংক, টেন্ডা, মাইক্রোটিক, এইচপি, আসুস, গুগোল।
- আমাদের রয়েছে স্মার্ট টিম যারা দ্রুততম সময়ে যেকোনো সমস্যা সমাধানে ততপর।
আপনার কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের প্রতিষ্ঠানে নিম্নোক্ত ব্রান্ডের এক্সেসরিজ ব্যবহার করে থাকি।
আমাদের সেবাসমূহ
আমাদের পরিসেবা ব্যাবহারের মাধ্যমে আপনি যে সুবিধা গুলি পাবেন…
- উন্নতমানের গ্রাহক পরিষেবা
- প্রতিযোগী মূল্য
- নিরবিচ্ছিন্ন অপটিক্যাল ইন্টারনেট সুবিধা
- বিস্তৃত নেটওয়ার্ক
- সিকিউরড ইন্টারনেট সরবরাহ
- এবং আরও অনেক কিছু
Safe Internet
আমরা দিচ্ছি নিরাপদ ইন্টারনেট এবং রিয়েল আইপি সংযোগ। যার মাধ্যমে আপনি পাবেন ইন্টারনেট জগতের বিস্তৃত ভাণ্ডারে প্রবেশের সুযোগ
নিরবিচ্ছিন ইন্টারনেট
আমাদের রয়েছে নিজস্ব পাওয়ার সাপ্লাই। যার ফলে বিদ্যুৎ চলে গেলেও আপনার ডিভাইসটি অন থাকলে ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।
হাই স্পীড ইন্টারনেট
আমাদের দ্রুত গতির ইন্টারনেটের মাধম্যে আপনি পাবেন ভার্চুয়াল জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতা।
দক্ষ টিম
ইন্টারনেট সংযোগ স্থাপন কিংবা, যেকোনো ট্রাবলশুটিং এর জন্য আমাদের দক্ষ টিম পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।
মিডিয়া সার্ভার
আমাদের আছে বিস্তৃত বিডিআইএক্স সংযোগ, আর এর ফলে দেশের বিভিন্ন সার্ভার থেকে দ্রুতগতিতে ফাইল ডাউনলোড করতে পারবেন।
অপটিক্যাল সংযোগ
আমরা দিচ্ছি শতভাগ অপটিক্যাল ফাইবার ক্যাবেলের মাধ্যমে ইন্টারনেট সেবা। যার ফলে আপনি পাচ্ছেন বাধাহীন ইন্টারনেট।
যেকোনো প্রয়োজনে কল করুন
আপনার যেকোনো অনুসন্ধান অথবা অভিযোগের জন্য আমাদের হটলাইন নম্মর সবসময় খোলা রয়েছে।
প্যাকেজ
আমরা দিচ্ছি সবচেয়ে কম খরচে সর্বচ্চো গতির ইন্টারনেট প্যাকেজ। আমাদের প্রতিটি প্যাকেজে থাকছে 4K YouTube, এবং BDIX সংযোগ। নিচের প্যাকেজ তালিকা থেকে আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি বেছে নিন।
- All
- প্যাকেজ
- আমাদের অফিস
- লাইসেন্স
বিল পে
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা উপভোগ করতে আপনার বিল সাইকেল শেষ হওয়ার আগেই বিল পেমেন্ট করুন।
বিকাশ
খুব সহজে আপনার পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে বিল পে করুন।বিল পে করতে *২৪৭# ডায়াল করে আমাদের বিকাশ একাউন্টে সেন্ড মানি অথবা বিল পে অপশন সিলেক্ট করে, রেফারেন্স এ আপনার ইউজার আইডি লিখে বিল পে করুন।
রকেট
খুব সহজে আপনার পার্সোনাল রকেট একাউন্ট থেকে বিল পে করুন।বিল পে করতে *৩২২# ডায়াল করে আমাদের রকেট একাউন্টে সেন্ড মানি অথবা বিল পে অপশন সিলেক্ট করে, রেফারেন্স এ আপনার ইউজার আইডি লিখে বিল পে করুন।
নগদ
খুব সহজে আপনার পার্সোনাল নগদ একাউন্ট থেকে বিল পে করুন।বিল পে করতে *২৪৭# ডায়াল করে আমাদের নগদ একাউন্টে সেন্ড মানি অথবা বিল পে অপশন সিলেক্ট করে, রেফারেন্স এ আপনার ইউজার আইডি লিখে বিল পে করুন।
নগদ টাকা
ব্যাংক নোটের মাধ্যমে বিল পরিষোধ করুন।নির্দিষ্ট সময়ে আমাদের প্রতিনিধি বিল গ্রহণ করতে গেলে তার কাছে বিল পরিশোধ করুন। অথবা আমাদের অফিসে এসেও দিতে পারবেন।
যোগাযোগ
আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির জন্য ইন্টারনেট সংযোগ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন।
Location:
Betaga Bazar Main Road, Fakirhat, Bagerhat
Email:
betagaonline@gmail.com
Call:
+8801611210137